মোঃ নজরুল ইসলাম ঃ নেত্রকোনার পূর্বধলায় টানা বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় পূর্বধলা উপজেলার বেশ কটি ইউনিয়নে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। বিশেষ করে জারিয়া ইউনিয়নের জারিয়া, নলুয়া পাড়া, গোঁজা খালীকান্দা, ঘুমকান্দা, নাটেরকোনা ধলামূলগাঁও ইউনিয়নের পূর্ব সালথি, চোরের ভিটা সহ কয়েকটি গ্রাম, ঘাগড়া ইউনিয়নের বাইন্জা, ঘাগড়া, লেটিরকান্দা রামকান্দা, মেঘশিমূল বানেরকান্দা সহ বেশ কটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এ সমস্ত এলাকার অনেক স্কুল পানিতে তলিয়ে যাওয়াই শিশু কিশোরদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। অতি বৃষ্টিতে ঘর বন্দি হয়ে পড়েছে মানুষ। মানুষজন হাট বাজারে যেয়ে নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী ক্রয় করতে পারছেনা,। তাছাড়া খুচরা দোকানদারও পন্যসামগ্রীর পসরা সাজিয়ে বসতে পারছেনা বাজার গুলোতে। প্রবল বর্ষনে সাধারণ কৃষকের শাক সবজির আবাদ অনেকাংশে নষ্ট হতে চলেছে বা অনেক কৃষকের সবজির মাঠ বন্যারপানিতে তলিয়ে গেছে। অনেক মাছ চাষীর মাছের ঘের অতি বৃষ্টিতে তৈরী হওয়া বন্যায় পানিতে ডুবে যাওয়ায় বিপুল পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পুকুর মালিকরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারকে উপজেলা প্রশাসনের তহবিল থেকে ইতিমধ্যে ২০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।
