মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার
সিলেট বিভাগীয় প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা শিপু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মনসুর গ্রামের বাসিন্দা মাখন মিয়ার চতুর্থ ছেলে।
সোমবার রাতে কুলাউড়া উছলাপাড়ার পশ্চিম পাশের হাকালুকি হাওর জলাধারে জাল নিয়ে মাছ ধরতে যায় শিপু। মাছ ধরার সময় তাকে সাপে কামড় দিলে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে (রাত১১.৩০ মিনিট) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিপুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী উক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
