আব্দুল মতিন মাসুদ:
ময়মনসিংহ ধোবাউড়ায় ভারতীয় ৫বোতল মদসহ আটক ১-জন। গত রাতে ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ওসি টিপু সুলতান এর নির্দেশে নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল হাসনাত সঙ্গীয়ফোর্সের একটি দল সিমান্তবর্তি এলাকা নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩৫)কে ৫বোতল ভারতীয় মদ সহ আটক করে। পুলিশ সুত্রে জানাযায়। মিজানুর রহমান নয়াপাড়া গ্রামের মৃত আজিজুর রহমান এর ছেলে।
মিজানুর রহমান ঘোষগাঁও কালিকা বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পিচনে মাদক বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল, এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল হাসনাত সঙ্গীয় ফোর্স সহ হাঁতেনাতে ভারতীয় Mc Dowells ৭৫০ এম এল,৫ বোতল মদ
সহ আটক করে অপরজন সুরুজ আলী(৪৮)দৌড়াইয়া পালিয়ে যায়। মিজানুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। আজ ২২জুন বুধবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন, মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকবে,ধোবাউড়া থানা কে মাদক মুক্ত করবো,ইনশাআল্লাহ, আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।