মোঃ আব্দুল লতিফঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছাগল বিক্রির ঘটনায় বড় ভাই জার্মান মিয়াকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই সিয়াম মিয়া (১৯) পলাতক রয়েছেন।
গত মঙ্গলবার (২১ জুন) রাতে উপজেলার মুগটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জার্মান মিয়া মুগটুলা গ্রামের মো. নোমান মিয়ার ছেলে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান।
তিনি জানান, জার্মান মাদকাসক্ত ছিলেন। গত রাতে তিনি মাদকের টাকা সংগ্রহ করার জন্য পরিবারের একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম।
এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিয়াম। এ অবস্থায় জার্মানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
ওসি আরও জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পেলে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।