এস এম হোসেন আলী :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদন্ধী প্রার্থীদের প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে ময়মনসিংহের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সফিকুল ইসলাম প্রতীক বরাদ্দ ঘোষনা করেন।
জানা গেছে, ২৬ মে ২০২৩ ইং শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি)আবুল খায়েরসহ অন্যান্য কর্মকর্তাগণ,দলীয় লোকজন। এ ছাড়াও নির্বাচনে প্রতিদন্ধী চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগন। রিটার্নিং অফিসার ঘোষিত প্রতীক বরাদ্দ পেলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে এ্যাডঃ আলহাজ্ব ফজলুল হক (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মাসুদ তালুকদার (লাঙ্গল প্রতীক), নুরুজ্জামান সরকার বকুল মাষ্টার স্বতন্ত্র(ঘোড়া প্রতীক)এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম মন্ডল (হাতপাখা মার্কা)।
ভাইস চেয়ারম্যান (পূরুষ)প্রার্থী আবু হুরায়রা তালুকদার( চশমা)নজরুল ইসলাম নয়ন (তালা) মিজানুর রহমান চৌধুরী শামীম (টিউবওয়েল)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন(পদ্মফুল) হাসনা বেগম বেবী (কলসী) মার্কা।