Breaking News

এন জারিয়া ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের ২০১০ব্যাচের পুর্নমিলনী

মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার:মানুষ সামাজিক জীব আর সামাজিক পরিবর্তন ও ভারসাম্য রক্ষা করার জন্য প্রথমে দরকার হয় জ্ঞান অর্জন । আর সেই জ্ঞান অর্জনের জন্য প্রথমে বিদ্যালয়ে দরকার হয়। বিদ্যালয়ে তৈরি হয় বন্ধু /বান্ধবী  মিলেমিশে মেধা বিকাশিত হয়ে তাকে। সেখান থেকে বিভিন্ন জন নানান জায়গায় নতুন ভাবে সামাজিক ও রাষ্ট্র এর উন্নয়ন সাধন করে থাকেন। এন জারিয়া ঝানজাইল উচ্চ বিদ্যালয়ে ২০০৫ সালে মানুষ থেকে মানুষত্ব গড়ে তুলতে ভর্তি হয় ১৮৭জন ছাত্র/ছাত্রী তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দায়িত্ব ছিলেন মরহুম হাসিম খান এর পর ২০১০ইংসালে মাধ্যমিক পরীক্ষা পরে বিভিন্ন কলেজ ছাত্রী এবং ছাত্রীরা ভর্তি হয়।

ধীরে ধীরে অনেকে কর্ম জীবন শুরু করে কেউ চলে যায় দুর প্রবাসে কেউ আবার বেচে নেয় ব্যবসা কেউ রয়েছে সরকারি বিভিন্ন চাকুরিতে । মেয়েরা অনেক স্বামীর ঘরে স্হায়ীভাবে সুখে শান্তিতে বসবাস করতেছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভব হয়েছে সবার সাতে যোগাযোগ করা যার জন্য অধিকাংশ মতামত এর ভিত্তি তে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃর্বধলা উপজেলা এন জারিয়া ঝানজাইল উচ্চ বিদ্যালয়ে। ০১/০৭/২০২৩ইং পুর্ন মিলনী অনুষ্ঠান
এই আয়োজনে মাধ্যমে দিয়ে১৩বছর পরে আবার ফিরে পাবে বন্ধুদের ভালোবাসা এমনটাই আশা করতেছে অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যামে আলোচনা পরে ৬৭%কে নিয়ে অনুষ্ঠান করা সম্ভব হবে ধারনা করা হচ্ছে। এতে মেয়েরা পিছয়ে রয়েছে নানা অসুবিধার কারনে।
সবচেয়ে মজার বিষয় সবাই দাম্পত্য জীবন শুরু করলেও এখন দুইজন সেই পর্যন্ত পৌছুতে পারেনি।

About Sak Shadi Masum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *