Breaking News

গৌরীপুরে পুকুর থেকে স্বপনের মৃতদেহ উদ্ধার

গৌরীপুর প্রতিনিধি :গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রামগোপালপুর বাসস্ট্যন্ড নিবাসী মরহুম আঃ বারেকের ছেলে মৎস্যচাষী ও ফিড ব্যবসায়ী ফরিদুল ইসলাম স্বপন (৩৫) ১১ নভেম্বর শনিবার সন্ধ্যায় পুকুরের এরাবেটরে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরন করে।ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন।তিনি মৎস্যজীবি দলের নেতা জালাল আহমেদের ভাগিনা।পারিবারিক সূত্রে জানা গেছে বিকালে স্বপন বাড়ীর পাশেই নিজ মাছের খামারে যায়।অনেক খোজাখুজির পর পুকুর পাড়ে তার ব্যবহৃত মোবাইল চাবি ও জুতা দেখতে পেয়ে সন্দেহ জনক হওয়ায় রাত ৯টায় পুকুরে জাল ফেলে স্বপনের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্হল পরিদর্শন ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন,মৃত স্বপন ৩সন্তানের জনক।

About Sak Shadi Masum

Check Also

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলেন

মোঃ আব্দুল লতিফঃ সাজাপ্রাপ্ত আসামী সানোয়ারকে শুক্রবার বিকেলে মদন উপজেলার তলার হাওয়া থেকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *