Breaking News

ধোবাউড়ায় প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণের অভিযোগে আটক -১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ ধোবাউড়ায় প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণের অভিযোগে ঘটনাস্থল থেকে একজন কে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার বাঘবেড় ইউনিয়নের সানন্দখিলা গ্রামে গতকাল বুধবার আনুমানিক সকাল ১০টারদিকে নিজ বাড়িতে থেকে ডিম খাওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী আছিয়া খাতুন এর বাড়িতে নিয়ে ৩জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভিকটিম এর পিতা আঃ রহিম।

ভুক্তভোগী কিশোরী বলেন, আঃ গণী (৫৫)নজরুল ইসলাম (৪২)মহব্বত আলী (৪৮)৩জন মিলে আছিয়ার ঘরে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। হঠাৎ করে মেয়ে কে বাড়িতে খুজে পাওয়া যাচ্ছে না, সুমন মিয়া তার বাড়িতে খবর দিলে তার মা খবর পেয়ে আছিয়া খাতুন এর বাড়িতে ছুটে যা, বাড়িতে গিয়ে ঘরে ডুকে গণী মিয়া কে দেখতে পান, বাকি দুজন পালিয়ে যায়। তার মেয়ে কে ধর্ষণ করে মাটিতে ফেলে রাখে, ক্ষতস্থান হইতে অনেক রক্ত বের হচ্ছে বলে জানান কিশোরীর মা।

পরে খবর পেয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল-মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন, সাথে ছিলেন তদন্ত অফিসার মোঃ মোজাম্মেল হোসেন, এএসআই আতিকুর রহমান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট – ধোবাউড়া এএসপি সার্কেল সাগর সরকার।

ওসি আল-মামুন সরকার বলেন মৌখিক অভিযোগ পেয়েছি ঘটনাস্থল থেকে একজন কে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে, অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ভুক্তভোগী কিশোরীর পিতা বলেন আমি ধর্ষকদের কঠিন বিচার চাই, এলাকাবাসীর দাবী একটাই ধর্ষণ কারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনায় জুলাইয়ের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার বিতরণ

প্রতিদিনের তথ্য.কম ডেস্ক রিপোর্ট : জুলাই /২০২৫ মাসের পারফরমেন্সের অভিন্ন মানদন্ডে ১৭/০৮/২০২৫ তারিখ পুলিশ সুপারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *