গোলাম কিবরিয়া পলাশ: আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) তারিখে ফানি ভিডিওর রাজাখ্যাত ও ফেইসবুক সেলিব্রিটি আল আমিন এবং সেলিব্রিটি আঃ হালিম মধ্যে দীর্ঘ দিন যাবত বিরাজমান ফৌজদারি বি’রো’ধে’র সফল আপোষ মীমাংসা হয়। এতে দুই জনপ্রিয় সেলিব্রিটির মধ্যে তাদের ভুল বোঝাবুঝির অবসান হয়ে একসাথে মিলে যান।
অবশেষে দুইজন একে অপরের জন্য দোয়া করেন। দুজনেই খুবই আনন্দিত ও খুশি হয় লিগ্যাল এইডের কার্যক্রমে। ফৌজদারি বি’রো’ধে’র সফল আপোষ মীমাংসা করেন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ)সুদীপ্ত তালুকদার।