নুরুল ইসলাম পূর্বধলা থেকে:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আহমদ হোসেনের অত্যন্ত প্রিয়ভাজন আমেরিকান প্রবাসী দানবীর আমানুর রশিদ খান জুয়েলের আন্তরিক সহযোগিতায় তার নির্দেশে ছোট ভাই বজলুর রশিদ খান ইপেল অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৪-১-২০২৪ বৃহস্পতিবার পূর্বধলার আগিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সুদক্ষ কর্মীবৃন্দ নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক পরিচালনা করেন। তন্মধ্যে সাত্যাটি ও বাট্টা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দৃষ্টান্তমূলক নৌকার প্রচারণা করেন। বিকাল দুই ঘটিকার সময় সংখ্যালঘু সাত্যাটি গ্রামে মধ্যপাড়া প্রয়াত সুধীর চন্দ্রের বাড়িতে নারী-পুরুষ সমন্বয়ে একটি সুসজ্জিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আব্দুল কুদ্দুস খান এর সভাপতিত্বে পরিচালনা করেন মুনতাসির মাসুদ খান ফাহিম যুগ্ন সাধারন সম্পাদক পূর্বধলা উপজেলা ছাত্রলীগ। নৌকা মার্কায় ভোট প্রদানের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক বজলুর রশিদ খান ইপেল,রেজাউল আলম খান কমল, সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ, সরোয়ার জাহান খান মাসুদ সিনিয়ার আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার,শহীদ মেম্বার, মিন্টু মেম্বার, মীর আবুল কাশেম সাধারণ সম্পাদক আগিয়া ইউনিয়ন যুবলীগ,রেজাউল করিম খান নাজিম সভাপতি কৃষক লীগ,বাবু প্রভাত কুমার দত্ত ও আরো অন্যান্য নেতা কর্মীবৃন্দ। বক্তব্য শেষে উপস্থিত সকলেই নৌকায়
জননেতা আহমদ হোসেন খান মহোদয় কে ভোট প্রদান করিবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন এবং নেতার একান্ত প্রিয়ভাজন আমেরিকান প্রবাসী আমানুর রহমান খান জুয়েল সাহেবের আন্তরিক প্রচেষ্টায় ও সঠিক দায়িত্ব যথাযথ পালনের জন্য তার ছোট ভাই বজলুর রশিদখান ইপেলের ভৃয়সী প্রসংসা করেন।