নেপাল ধরঃ ময়মনসিংহ মুক্তাগাছা থানা পুলিশ সহযোগিতায় আত্মহত্যার পথ থেকে পরিবারের নিকট ফিরে এলেন কানাই চন্দ্র সূত্রধর। জনৈকা শিখা রানী সূত্রধর (৪০), স্বামী- কানাই চন্দ্র সূত্রধর, সাং- সন্তোষপুর চেচুয়া, থানা- মুক্তাগাছা, থানায় আসিয়া মোখিক ভাবে জানায় যে, তাহার স্বামী কানাই চন্দ্র সূত্রধর (৫০) মুক্তাগাছা চেচুয়া বাজার দাখিল মাদ্রসায় অফিস সহকারী পদে চাকুরী করে। তাহার এক ছেলে ও এক মেয়ে নিয়ে লক্ষীখোলা ভাড়াটিয়া বাসায় বসবাস করে। বাসা ভাড়া ও বাজার খরচ সহ ছেলে মেয়েদের খরচ চালাইতে এবং ঋণের দেনা পরিশোধ করিতে না পেরে গত ২৪ জুন শনিবার নিজ বাড়ী হইতে তাহার নিজ হাতে লেখা আত্নহত্যার উদ্দেশ্যে চিরকুট লিখে বাড়ী হইতে সকলের অগোচরে চলে যায়। তাৎক্ষনিক চিরকুট উদ্ধার করে। কানাই চন্দ্র সূত্রধর (৫০) কে উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইঞ্জিনিয়ার শাহীনুল ইসলাম ফকির মহোদয় কে অবহিত করে বাংলাদেশ পুলিশের তথ্য প্রযুক্তির ব্যবহার করে । অদ্য ২৫ জুন রবিবার নিখোঁজ ব্যক্তি বেগুনবাড়ী বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। তাৎক্ষনিক সংগীয় অফিসার ও ফোর্স সহ নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনদের সনাক্তমতে বেগুনবাড়ী বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন হইতে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত কানাই চন্দ্র সূত্রধর কে জিজ্ঞাসাবাদে জানা যায় সে আত্নহত্যার উদ্দেশ্যে বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেন আসার জন্য অবস্থান করিতে ছিল। অতঃপর নিখোঁজ ব্যক্তিকে সুস্থ অবস্থায় তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং অফিসার ইনচার্জের পক্ষ হইতে নগদ কিছু অর্থ প্রদান করা হয়। ছেলে জয় ও মেয়ে অর্পিতা বাবাকে পেয়ে ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান।
