মোঃ আব্দুল লতিফঃ
সাজাপ্রাপ্ত আসামী সানোয়ারকে শুক্রবার বিকেলে মদন উপজেলার তলার হাওয়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালে মদন উপজেলার ধুবাওয়ালা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাজহারুলের সঙ্গে একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে সানোয়ারের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মাজহারুলকে মারপিট করা হয়। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে মদন থানা একটি মামলা দায়ের করেন। গত নভেম্বর মাসে ঐ মামলা সানোয়ারকে দুই বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। শুক্রবার বিকেলে মদন থানার এসআই মো. আজিজুর রহমান কৃষক সেজে উপজেলার তলার হাওর থেকে সানোয়ারকে গ্রেফতার করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান। তিনি জানান, ধুবাওয়ালা গ্রামের সানোয়ার হোসেন নামে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।