প্রতিদিনের তথ্য. কম ডেস্ক :: ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় মোঃ ফারুক হোসেন এর পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) শাহজালাল এর নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস টীম ২৯/০৪/২০২৩ইং তারিখ দুপুর ১৪.৩০ ঘটিকায় মারামারি ঘটনার আসামী কোতোয়ালী থানাধীন বাঁশবাড়ী কলোনীর মন্টু সাহা ওরফে মন্টু চন্দ্র দের ছেলে গোপাল ওরফে সুমন (৩৫) কে গাজীপুর জেলা হইতে গ্রেফতার করেন। ঘটনার বিবরনে যানা যায়,
উক্ত গ্রেফতারকৃত আসামী অন্য সহযোগী আসামীদের নিয়া ২৮/০৪/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন বাঁশবাড়ি কলোনি মোড়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কাউন্সিলর দেলোয়ার হোসেন এবং কাউন্সিলর আনিসুর রহমানের যৌথ উদ্যোগে একটি সালিশ বৈঠক চলাকালীন সময়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে মারাত্মক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া ০২ (দুই) গ্রুপের মধ্যে মারামারি চলাকালীন সময়ে বাদীর ছেলে মাহমুদুল হাসান জয় (২২) সহ বাদীর ভাইয়ের ছেলে আছমন (২০) কে হত্যার উদ্দেশ্যে গুলি করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ, হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাহাদের শারীরিক অবস্থার অবনতি দেখিয়া দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উক্ত ঘটনায় আসামী গোপাল ওরফে সুমন (৩৫) কে গ্রেফতার করিয়া রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।