স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় জামালপুর জেলা শহরে রোজ: সোমবার সকালে, ১২ রবিউল ১৬ ই সেপ্টেম্বর ২০২৪ইং, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জসনে জৌলুস করা হয়, উক্ত জৌলস (মিছিলটি) খাজাবাবা এনায়েত পুরী রঃ প্রিয় নাতি হযরত শাহ খাজা বাবা মোহাম্মদ রেজাউল হক( রেজা শাহ পীর সাহেব হুজুরের নেত্বীতে, সাতকুড়া – কুঠামনি খাজায়েনে রহমত পাক দরবার শরীফ হইতে হাজার হাজার আশেকান, জাকেরান মুরিদান নিয়ে হযরত শাহ জামাল রঃ মাজার শরীফ জিয়ারত করে,মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক শ্লোগানে মাধ্যমে মুখরিত করে, প্রদক্ষিন করে, শ্লোগানের মধ্যে ছিল, কিয়াম ছারা মিলাদ শরীর মানি না মনাব না, দয়াল নবীজির দূষমনেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবির আল্লাহ আকবর, নারায়ে সালাত ইয়া রাসূল্লাহ সঃ, দয়াল নবীজির জন্মদিন আজকে মোদের খুশির দিন, পরে মিছিলটি পি টি আই মাঠে এসে সংক্ষিত ভাবে সভায় পীর সাহেব হুজুর দয়া নবীজি সাঃ জীবনী আলোচনা ও কিয়াম মিলাদ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব উম্মার শান্তি কামনা করে তাবারক বিতরণ করে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।
Check Also
ময়মনসিংহে মেধা ও যোগ্যতায় কনস্টেবল পদে চাকুরি পেলেন ১২৮ জন
স্টাফ রিপোর্টার: পরিবর্তিত সময় ও অগ্রসরমান আধুনিক সমাজের চাহিদা পূরণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সক্ষম …