শেখ সাদী মাছুম : জামালপুর সদর উপজেলার সাতকুড়া-কুটামনি গ্রামে, ৩ দিন ব্যাপী ফাতেহা শরীফের কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মধ্যে ছিল কোরআন পাঠ, মিলাদ শরীফ হামদ্ নাতে রাসূল ও আওলিয়াগনের শান ও মান আলোচনা উক্ত অনুষ্ঠানটি ছিল বাংলা ভারত উপমহাদেশে প্রখ্যাত অলিয়ে কামেল মুর্শিদে সাকালাইন খাজা বাবা শাহ শম্ভূগঞ্জী (রাঃ) ২৮ তম পবিত্র ফাতেহা শরীফ। আয়োজন করেন, খাজা বাবা শাহ্ শম্ভূগঞ্জীর রঃ, চির সফরসঙ্গী খাছ খলিফা দ্বিতীয় সাহেবজাদা খাজায়েনে রহমত বাইতুত্ তরিকত পাক দরবার শরীফ ও খাজাবাগ পাক দরবার শরীফের পীর সাহেব আশেকে রাসূল হযরত মাওলানা আলহাজ্ব শাহ সূফী খাজা মোঃ রেজাউল হক আলমুজাদ্দেদী (রেজা শাহ হুজুর) ১৫ অক্টোবর ২৩ইং রবিবার ফজর নামাজ পর দেশ ও জাতি ওবিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখিরী মোনাজাত করেন এসময় উপস্থিত ছিলেন আলেম উলামাসহ বাংলা আসামের লক্ষাধিক আশেকান, জাকেরান, মুরিদান ভক্তগন।
Check Also
ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …