Breaking News

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে  মানববন্ধন,  প্রধান আসামি গ্রেফতার

এম এ জলিল আকন্দ শশী,জামালপুর জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুর পৌনে ১টায় বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে এ মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

তিনি জানান, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

শনিবার (১৭ মে) ভোরে প্রধান আসামি বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামের বোনের বাড়ি থেকে গ্রেফতার করেছেন র‌্যাব। এদিকে জামালপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল শনিবার ক্লাব সংলগ্ন মহাসড়কে এক প্রতিবাদ সমাবেশ মানববন্ধন   করা হয়। এতে ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় জামালপুর প্রেসক্লাব,জামালপুর জেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও জেলার সকল সাংবাদিকগন অংশ নেন। বক্তারা বলেন,শুধু বাবু চেয়ারম্যান নয় এ নির্মম হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান,এর ব্যতিক্রম হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।

About Sak Shadi Masum

Check Also

জামালপুরে ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বিশাল জসনে জৌলুস

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় জামালপুর জেলা শহরে রোজ: সোমবার সকালে, ১২ রবিউল ১৬ ই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *