নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর কঠোর নির্দেশে মাদক জুয়া চুরি ছিনতাই জঙ্গিবাদ ও অপরাধীদের গ্রেফতারে শালা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানাধীন গফাকুড়ি বাজারস্থ মোঃ আবু তাহেরের কাঠের দোকানের সামনে পাঁকা রাস্তার পাশ হইতে ২৯ জুলাই শনিবার রাত ৯.১৫ ঘটিকায় ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কাজল মিয়া (২১), পিতা-আঃ রাজ্জাক, মাতা-মমতাজ বেগম, সাং-চরপাড়া সরকার বাড়ী, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এসআই মোঃ কমল সরকার সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া মোড়ল বাড়ী সাকিনস্থ মোঃ স্বপন (৩৫) পিতা-মোঃ মফিজ উদ্দিন এর বসত বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার পাশ হইতে একই তারিখ ৪.৪৫ ঘটিকার সময় ৬০ টি নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ আকাশ মিয়া (২৫), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-মোছাঃ বিউটি বেগম, সাং-আকুয়া মোড়ল বাড়ী (সিকদার মার্কেটের পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানাধীন হবিরবাড়ী সীডষ্টোর বাজার পাকিরচালা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক তৈয়ব আলী তালুকদারের বাড়ী হইতে একই তারিখ ৬.৩৫ ঘটিকার সময় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন মিয়া (৩২), পিতা-মৃতঃ আঃ রশিদ, মাতা-মৃতঃ জাহানারা বেগম, সাং-শেয়াল খোয়া, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এ/পি সাং-সীডষ্টোর বাজার (তৈয়ব আলী তালুকদার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। এছাড়াও এসআই রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ত্রিশাল থানাধীন বগার বাজার গুজিয়াম মাদ্রাসা সাকিনস্থ জনৈক সেলিম ফকির (৫৬) এর দ্বিতীয় তলা বিশিষ্ট বাড়ী হইতে একই তারিখ ১০.৩৫ ঘটিকার সময় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হারুন মিয়া (৩৮), পিতা-মৃতঃ ছলিম উদ্দিন, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, সাং-নান্দিনা, আনন্দ বাজার, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এ/পি সাং-বগার বাজার (মোঃ সেলিম এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল, কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, মাদকসহ যেকোন অপরাধীদের গ্রেফতারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সব সময় প্রস্তুত।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …