স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ২০ বছর পর নেত্রকোনা জেলার পূর্বধলা থানা চাঞ্চল্যকর নুর-মোহাম্মদ (৩০)হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মজিবর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান সনাক্তের মাধ্যমে ২৪ জুলাই রাত অনুমান ২.৩০ টায় টাংগাইল জেলা হতে নুর-মোহাম্মদ হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মজিবর রহমান (৭০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪ । গ্রেফতারকৃত মজিবর রহমান নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ইরিভিটা এলাকার মৃত আবুল হোসেন পুত্র।
আজ সোমবার (২৪ জুলাই ২০২৩) তারিখ সকালে ময়মনসিংহ র্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।এজাহার ও বিজ্ঞ আদালতের রায় পর্যালোচনা জানা যায়, আসামী মজিবর রহমান নেত্রকোনা পূর্বধলার দশাশী গ্রামে মৃত আনছর উদ্দিনের পুত্র নুর- মোহাম্মদের বাড়ীতে মাসোয়ারা চুক্তিতে কাজ করত।
ভিকটিম মৃত নুর-মোহাম্মদ একটি জীবন বীমা কোম্পানীতে চাকুরী করতেন। চাকুরীর সুবাধে তার নিকট প্রায় সময় নগদ টাকা পয়সা থাকতো। নগদ অর্থের লোভে আসামী মজিবর রহমান নুর-মোহাম্মদ কে নির্মূমভাবে হত্যা করে পার্শবর্তী বারহাট্টা থানার দেউলি গ্রামের মাটির নিচে পুতে রাখে।
পরবর্তীতে নিহত নুর-মোহাম্মদের ছোট ভাই মোঃ নুর-ইসলাম বাদী হয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ০৪ মাস পর মামলা তদন্ত চলাকালীন সময়ে মজিবুর রহমানকে পুলিশ গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে পার্শবর্তী থানা এলাকা হতে পুতে রাখা লাশের কংঙ্কাল উদ্ধার করে।
পরবর্তীতে বিজ্ঞ আদালত বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মুজিবর রহমানকে ২০০৩ সালে মৃত্যুদন্ড প্রদান করেন। র্যাব আরো জানান, ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।