Breaking News

ধৈর্য্যের এক নাম আহমদ হোসেন

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিশকাকুনী ইউনিয়নের আহমদ হোসেন যেন আওয়ামীলীগ রাজনৈতির এক উজ্জল নক্ষত্র  তিনি তৃণমুল থেকে উঠে আসা এক রাজনিতিবিদ,  ছাত্রলীগ থেকে হাটি হাটি পা পা করে  বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্তাবাজন হয়েছেন  এবং তিনি  বার বার  বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক- ১ পদ লাভ করেন। এর পর একাধিক বার ১৬১ নেত্রকোনা, পূর্বধলা  -৫ আসনে মনোনয়ন  প্রত্যাশী ছিলেন  এর পর যখন তিনি মনোনয়ন দল থেকে পান নি তখন ও তিনি হাল ছাড়েননি   এজন্য আহমদ হোসেনকে বলা হয় রাজনৈতিক অংগনে ধৈর্য্যের প্রতিক,  নির্বাচনি এলাকায় এসে  কর্মী সমাবেশে সহ  বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উৎসবে  গণসংযোগ চালিয়েছেন, তিনি বলেন হয়ত কোনদিন  আমার প্রাণপ্রিয়  নেত্রী জননেত্রী শেখ হাসিনা  আমাকে মনোনয়ন দিয়ে এলাকার উন্নয়নে আমাকে শরীক করবেন,  তিনি আরো বলেন আমি এম পি না হয়ে ও আমি কোন অংশে উন্নয়ন কর্ম কান্ড কম করি নাই। আমার সাধ্যমত   কাজ করিছি  আজ  যখন ঘোষণা হল দল থেকে  বাংলাদেশ আাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন  নৌকা মনোনয়ন পেয়েছেন এলাকার জনগনের মাঝে  আনন্দ বন্যা বয়ে যাচ্ছে , পূর্বধলার প্রধান প্রধান রাস্তায়  আনন্দ মিছিল বেড় করে এলাকার জনগন মিছিলের ধ্বনি ছিল, কেন্দ্র থেকে খবর এল আহমদ ভাই নৌকা পেল।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনার দূর্গাপুরে উপজেলা নির্বাচনে নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার: দূর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *