ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহ ধোবাউড়ায় উপজেলার বাঘবেড় ইউনিয়নে উমর ফাউন্ডেশনের চেয়ারম্যান হালুয়াট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান উমর রুবেল এর পক্ষ থেকে ঈদ উল ফিতর উপলক্ষে দুঃস্থ অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬এপ্রিল রবিবার বিকেল ৪টায় মুন্সিরহাট হাইস্কুল প্রাঙ্গণে অসহায় দুঃস্থ গরীব চারশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, জেলা যুবদলের যুগ্মসাধারণ আকিকুল ইসলাম শামীম, সাবেক ছাত্র দল নেতা, সাজ্জাদ হোসেন হীরা, জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, সালমান উমর রুবেল এর বিশেষ প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, মোঃ এমদাদুল হক, তরুণ দলের নেতা মোঃ এমদাদ হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক,মো দেলোয়ার হোসেন প্রমূখ।