Breaking News

নান্দাইলে ৪ নং খারুয়া ইউনিয়নে বনগ্রাম চৌরাস্তা বাজারে   অগ্নিদগ্ধ ১

নেপাল ধরঃ৷ ময়মনসিংহ নান্দাইল মডেল থানাধীন ৪ নং খারুয়া ইউনিয়নস্থ বনগ্রাম চৌরাস্তা বাজারে মোঃ জসিম উদ্দিন, পিতা- জালাল উদ্দিন, সাং-বনগ্রাম, থানা-নান্দাইল, এর মুদির দোকান এবং ডাক্তার সিদ্দিকুর রহমানের ফার্মেসীতে  শনিবার ২৬ অক্টোবর মোঃ জসিম উদ্দিন, পিতা-জালাল উদ্দিন, সাং- বনগ্রাম, থানা-নান্দাইল, জেলা- ময়মনসিংহ এর মুদির দোকান এবং ডাক্তার সিদ্দিকুর রহমানের ফার্মেসীতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক নান্দাইল মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে সংবাদ দিয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত লোকজনের সহায়তায় অনুমান ৪:৫০ ঘটিকায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জসিম উদ্দিনের মুদির দোকানের সামনে তার ছেলে মোজাম্মেল হক (২০) সিলিন্ডার (বিএম এলপি গ্যাস) এর গ্যাসের মাধ্যমে গ্যাসের চুলা দিয়া চায়ের দোকান পরিচালনা করে আসিতেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। উল্লেখ্য গত ১৫/১০/২০২৪ ইং তারিখ নান্দাইল মডেল থানাধীন নান্দাইল বাজারের আনোয়ার বাপ্পির গ্যাস সিলিন্ডারের গুদামে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ড ঘটে, উক্ত সিলিন্ডার গুলো বসুন্ধরা কোম্পানির ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ: জসীমউদ্দিনের মুদির দোকানের মালামালসহ দোকান ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় আনুমানিক ৫ লক্ষ টাকা ক্ষতি হয় এবং সাথে থাকা সিদ্দিকুর রহমান এর ফার্মেসির ঔষধপত্রসহ ঘরটি সম্পূর্ণরূপে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি হয়। অর্থ্যাৎ মোট ক্ষতির পরিমান অনুমান ৭,০০,০০০/- (সাত) লক্ষ টাকা। পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ পক্রিয়াধীন। অগ্নিকাণ্ডের ফলে জসিম উদ্দিনের ছেলে মোজাম্মেল (২০) অগ্নিদগ্ধ হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

About Sak Shadi Masum

Check Also

ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *