স্টাফ রিপোর্টার:
নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে ১৬জুলাই ২০২৩ ইং তারিখে নেত্রকোণা সদর মগরা ব্রিজ সংলগ্ন জেলা ট্রাফিক পুলিশের জন্য কনস্টেবল শিপন মিয়ার ট্রাফিক বক্স ও পুলিশ সাইন্স নেত্রকোনায় পুলিশ সদস্যের জন্য ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করা হয় । উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রতিরোধ যোদ্ধা অসিত সরকার সজল, চেয়ারম্যান জেলা পরিষদ, জনাব আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান মেয়র নেত্রকোনা পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,নেত্রকোণা, জনাব জান্নাত আফরোজ (কমান্ডেন্ট ) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোনা, জনাব মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।