প্রতিদিনের তথ্য.কম ডেস্কঃ নারী আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছিন ময়মনসিংহের গৌরীপুরে বার বার বাংলাদেশ আাওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী নাজনিন আলম; তিনি জানান এখন আর মানুষ বিশ্বাস করতে চায় না যে এই হতভাগার কোন দিন মূল্যায়ন হবে!
জনপ্রতিনিধি না হয়েও প্রায় ২ যুগ ধরে আওয়ামী লীগ ও এলাকাবাসীর পক্ষে আমরা সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছি। গৌরীপুরে সবচেয়ে বড় ডোনার হিসেবে পারিবারিক সহায় সম্বল সব বিলিয়ে দিয়ে দিনে দিনে নি:স্ব হয়েছি। ত্যাগ, অবদান, জনপ্রিয়তা, গণসংযোগ, প্রচারণা, মিডিয়া কভারেজ ও জনমত জরিপেও পিছিয়ে ছিলাম না।
রাজনীতিকে বাণিজ্য হিসেবে কোনদিন নেইনি। দল মতের ঊর্দ্ধে থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু হাইব্রিড, অনুপ্রবেশকারী ও হঠাৎ ফুলে ফেঁফে উঠাদের কাছে বারবারই লজ্জিত হয়েছি। আওয়ামী বিরোধী পরিবার ও নবাগতদের অনেকেই অনেক কিছু পেলেও আমি কোনদিন প্রতিদান চাইনি; চেয়েছিলাম শুধু নৌকা মার্কার একটি মনোনয়ন। কত জনের নৌকা আমরা বাইয়া দিলাম; কিন্তু প্রিয় নৌকা আমার ভাগ্যে কোনদিন জুটলো না! বারবার আশ্বাস দিলেও সাধারণ আসন বা নারী আসন কোনদিন আমার হলোনা।
মহান আল্লাহর পরে জননেত্রী শেখ হাসিনার হাতে আমাদের মত হতভাগাদের জন্য কত কিছুই তো করার সুযোগ রয়েছে!
নাজনীন আলম
গৌরীপুর, ময়মনসিংহ। কপি : ফেইজবুক