নেপাল ধরঃ ময়মনসিংহ তারাকান্দা ১০নং বিষকা ইউনিয়ন মোঃ ইব্রাহিম (১৬) পিতা মোঃ মইজ উদ্দিন সাং বিসকা, ১০নং বিসকা ইউ পি, থানা তারাকান্দা জেলা ময়মনসিংহ একজন বাক প্রতিবন্ধী গত ইং ২৬/০৭/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার ছোট ভাই মোঃ ইব্রাহিম আমাদের বছর ঘর বসতবাড়ির সামনে জনক আসুর দোকানে বসে ছিল। তখন বিবাদী দোকানে পাশে গিয়ে আমার ছোট ভাই মোঃ ইব্রাহিমকে তাহার মোটর সাইকেল এর পিছনে তুলে গৌরীপুর থানার গাজীপুর মাছের আরতে নিয়ে যায়। সেখানে আমার ছোট ভাই মোঃ ইব্রাহিমকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে একজন অপরিচিত ব্যক্তির দোকানে বসিয়ে রাখিয়া বিবাদী অন্যএ চলে যায়। একই তারিখ সকাল অনুমান ১১ ঘটিকারসময় আমার ছোট ভাই মোঃ ইব্রাহিম ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপর সিএনজির সাথে ধাক্কা লাগিয়া গুরুতর যখন প্রাপ্ত হয়। পরবর্তীতে উপস্থিত লোকজন আমার ছোট ভাইকে সিএনজি যোগে জরুরী চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অতঃপর বিবাদী আমাদের বাড়িতে গিয়ে উক্ত সংবাদ দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে আমার বাবা সহ লোকজন আমার ছোট ভাই মোঃ ইব্রাহিমকে দেখতে হাসপাতালে যাওয়ার পর আমার ছোট ভাইকে খুঁজাখুঁজি করিয়া কোথাও পাওয়া যায় নাই। আমার ছোট ভাইকে কোথাও না পাইয়া বিবাদী নিকট আমার ছোট ভাই মোঃ ইব্রাহিমেী কথা জিজ্ঞাসাবাদ করিলে বিবাদী তালবাহানা শুরু করে কথা বলে। এরপর থেকে আমার ছোট ভাইয়ের কোন সন্ধান পাওয়া যাইতেছে না। বাক প্রতিবন্ধী মোঃ ইব্রাহিমের বড় ভাই মোঃ ইসমাইল হোসেন জানান, প্রায় সময় বিবাদী মোঃ ইয়াকুব আলী মাওলানা, আমার ছোট ভাই বাক প্রতিবন্ধী ইব্রাহিমকে বিভিন্ন সময় অসৎ উদ্দেশ্য নিয়ে তার মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরাঘুরি করতেন বলে দাবি করেন। এ ব্যাপারে ইব্রাহিমের বাবা ও বড় ভাই এলাকাবাসী সহ সুষ্ঠু বিচারের দাবি জানান।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …