নেপাল ধরঃ নেত্রকোনা জেলার বারহাট্টা থানার বাউশী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে মুক্তা রাণী বর্মন (১৬) বখাটে কাউসারের প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় ১০ম শ্রেনীর স্কুলছাত্রী মুক্তা রাণী বর্মন মঙ্গলবার (২মে ২০২৩) বিদ্যালয় ছুটির পর তার দুই বান্ধবীর সাথে বাড়ি যাচ্ছিল। এসময় একই গ্রামের কাউসার নামে এক বখাটে তার গতিরোধ করে, অতর্কিতভাবে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পি*য়ে মারাত্মক আহত করে মুক্তাকে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথে সে মৃ*ত্যু*র কোলে ঢলে পড়ে। মুক্তা রাণী বর্মন নেত্রকোনা উপজেলার বাউশী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কাউসার এই হ*ত্যা*কাণ্ড ঘটিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। একই গ্রামের সামছু মিয়ার ছেলে। কাউসার মুক্তি রানীকে উত্ত্যক্ত করতো বলে দাবি করেছেন মুক্তির বড় বোন ঘটনার সুবিচার দাবি করে জেলা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুদৃষ্টি কামনা করছেন।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …