নেপাল ধরঃ ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে ১৬ এপ্রিল মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান। প্রায় ৪শ’ বছর ধরে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এ পুণ্যস্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ময়মনসিংহ ব্রহ্মপুত্রের এ স্থানটিকে তারা তীর্থস্থান হিসেবে বিবেচনা করেন। সনাতন ধর্ম মতে, এটি একটি পুণ্যকর্ম এবং এই স্নানের মাধ্যমে তাদের পাপমোচন ঘটে। এই পাপমোচনের অভিপ্রায়ে লাখো পুণ্যার্থী সমবেত হয় ব্রহ্মপুত্র নদের তীরে এবং পালন করেন পূজাঁ পার্বন ও বিভিন্ন ধর্মীয় আচাঁর অনুষ্ঠান। পুণ্যস্নানের পাশাপাশি পুণ্যার্থীরা দেশ ও দেশের সকল জনগনের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখেন। এ সময় কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি দেখা যায়।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …