নেপাল ধরঃ ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, (পিপিএম বার) ভালুকা মডেল থানা কে মাদক, জুয়া, চুরি, ছিনতাই অপরাধ মুক্ত করতে জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর দিকনির্দেশনায় ভালুকা মডেল থানা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জানুয়ারি) রাতে পুলিশের চেকপোষ্ট চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে সন্দেহজনক ঢাকাগামী একটি মটরসাইকেল তল্লাশী করেন ভালুকা মডেল থানা পুলিশের এস আই মানিকুল ইসলাম। এ সময় নেত্রকোণা থেকে মটরসাইকেল যোগে ব্যাগ ভর্তি ভারতীয় নিষিদ্ধ ১২ বোতল মদ নিয়ে গাজীপুর এমসি বাজারে যাওয়ার পথে নেত্রকোণা জেলা কমলাকান্দা উপজেলার হোসাইন আহমেদের পুত্র মো. হাবিবুর রহমান (২০) কে ভালুকা মডেল থানার পুলিশ আটক করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ জানান, আটক ব্যক্তি বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন সহ বিজ্ঞ আদালতে সপদ্দ করা হয়েছে ।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …