স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ ফুলপুর উপজেলার এক এজেন্ট মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী ভুলে বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।
ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ফুলপুর থানার এসআই মোফফাখির আলম বিকাশে অন্যত্র চলে যাওয়া ১৫ হাজার টাকা উদ্ধার করে ব্যবসায়ীর হাতে তুলে দেন
ভুক্তভোগী উপজেলার বওলা বাজারের ব্যবসায়ী সায়েদুর রহমান ফকির কাঙ্ক্ষিত নম্বরের পরিবর্তে ভুলবশত ওপর একটি বিকাশ নম্বরে ১৫ হাজার পাঠিয়ে দেন।
পরে তিনি ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হালুয়াঘাট উপজেলার আওতাধীন ঐই ব্যক্তির কাছ থেকে টাকা উদ্ধার করে আজ ঐই ব্যবসায়ীর কাছে হস্তান্তর করেন।
সায়েদুর রহমান ফকির বলেন,ভুল নম্বরে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি।দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন খান ও ফুলপুর থানা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।