মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদারঃ
নেত্রকোণার পূর্বধলা ১৬১, ৫ আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সমাজ সেবক জননেতা মাজহারুল ইসলাম সোহেল, র্দীঘদিন ধরে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন যানা যায়, তিনি ঢাকা উত্তর মহানগর কৃষক লীগের সহ সভাপতি ও রোজা ফাউন্ডেশন চেয়ারম্যান এবং পূর্বধলা সদর ইউনিয়নে জুগলী রারদা স্হায়ী বাসিন্দা, তিনি মহামারী করোনা মোকাবিলা অসহায় মানুষের পাশে তেকে সহযোগিতা সহ বিভিন্ন অসহায় মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে ত্রান সামগ্রী কাপড় পোশাক বিতরণ করেন, এর ধারাবাহিকতায় উপজেলা জারিয়া ইউনিয়ন ছনধরা গ্রামের অসহায় মগলের নেছা ৭৩বছরে বৃদ্ধ কে নতুন ঘর তৈরি করে প্রশাংসায় ভাসছেন।ঘর না থাকায় বৃদ্ধ মগলের নেছা মানবতার জীবন যাপন করছিলেন।
এই বিষয় জানতে চাইলে মাজহারুল ইসলাম সোহেল বলেন আমি পৃর্বধলার মানুষের অসুবিধার কথা শুনলে আমার কষ্ট হয় আমি আশা করি সমাজে যাদের সমার্থন আছে তাড়াও যেন এগিয়ে আসে।