স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। বৃহস্পতিবার প্রায় ৭ ঘণ্টা চলমান অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনরত সাংবাদিকদেরকে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের আশ্বাস দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা। দাবি পূরণের আশ্বাসে আন্দোলনরত সাংবাদিকরা বিজয়ের উচ্ছ্বাস নিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নগরীর গাঙ্গিনাপাড় মোড়ে প্রেসক্লাবের সামনে প্রায় ২০০ জন সাংবাদিক এই অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অর্ধশতাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা মূলত ৪টি প্রধান দাবি উত্থাপন করেন:
ক. সাংবাদিকবান্ধব আধুনিক গঠনতন্ত্র তৈরি
( অথবা সাবেক গঠনতন্ত্রের সংশোধন)
খ. প্রেসক্লাব থেকে সকল অপেশাদার সাংবাদিকদের সদস্যপদ বাতিল।
গ. পেশাদার সাংবাদিকদের নিয়ে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” একটি সম্মিলিত সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা।
ঘ. উভয় পক্ষের সদস্যদের সঠিক তালিকা তৈরি করে নিয়ম মেনে ভোটার তালিকা চূড়ান্তকরণ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে বৈধ কমিটি গঠন।
এসময় সাংবাদিকরা ঘোষণা দেন, দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি এডহক কমিটি গঠন করে দ্রুত সাধারণ সভা আয়োজন করতে হবে।
বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সাংবাদিকরা রাস্তায় বসে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, সেনাবাহিনীর ক্যাপটেন জাকির, পুলিশ, ডিবি ও যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
অপরদিকে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামকে ঘোষণার গুঞ্জন আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়ে তোলে। এসময় তারা প্রেসক্লাবে তালা দেয়ার হুমকি দিয়ে “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেন। তার নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হয়।
সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলম খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রশাসন তাদের দাবি বাস্তবায়নের জন্য আশ্বাস দেয়।
আন্দোলন শেষে সাংবাদিকরা জানান, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
ময়মনসিংহ প্রেসক্লাবের পেশাদারিত্ব রক্ষায় এই আন্দোলন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। প্রেসক্লাব সংস্কার কার্যক্রম শুরু হলে ময়মনসিংহের সাংবাদিকতা পেশায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন তারা।