Breaking News

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন মোঃ আব্দুল মজিদ

নেপাল ধরঃ ময়মনসিংহ ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) জেলার অফিসার ইনচার্জ হিসেবে আব্দুল মজিদকে স্বীকৃতি প্রদান করেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ শুরু থেকেই পরীক্ষিত একজন পুলিশ সদস্য, যার অভিজ্ঞতায় উপজেলায় ঘটে যাওয়া ক্রাইম নিজের অভিজ্ঞতা দিয়ে বারবার প্রমাণ করে দিয়েছেন পুলিশি চাকরি ও নিজের দায়িত্ব দিয়ে,মে ২০২৩ মাসের বিভিন্ন কর্মকান্ডের জন্য তিনি এই শ্রেষ্ঠত্ব লাভ করেন। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাদক উদ্ধার সফলতায় শ্রেষ্ঠ এবং সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার- এসআই (নিঃ) মোঃ শাহীন মিয়া, পুরস্কার গ্রহন করেন, মুক্তাগাছা থেকে হারানো মোবাইল উদ্ধারে নিঃস্বার্থভাবে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর দিকনির্দেশনা বিভিন্ন অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করেন। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সকল শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদেরকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা। মুক্তাগাছা থানা পুলিশ সুত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ মুক্তাগাছা থানায় যোগদান করে আইন শৃংখলা নিয়ন্ত্রণে, মাদক, চুরি, ছিনতাই, জুয়াড়ি, ডাকাতি ও সন্ত্রাসীদের প্রতিরোধসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর ভুমিকা নেন। এই সময় অসহায় ও সাধারণ মানুষজনের পাশে অতন্ত্র প্রহরীর ভুমিকা পালন করছেন। একজন দায়িত্বশীল অফিসার ইনচার্জ হিসেবে ভুমিকা, জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করায় মুক্তাগাছা পুলিশসহ জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মুক্তাগাছা উপজেলা বাসির মতে, তিনি রাতে মাঠে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের অবস্থান, ডিউটি এবং কর্মকাণ্ড নজরদারি ও নির্দেশনা দেন। ফলে মুক্তাগাছা উপজেলায় অপরাধ অনেকটাই কমে এসেছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান । এই সময়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাজা,ফেনসিডিল সহ বিভিন্ন মাদক উদ্ধারে সুনাম কুরিয়েছেন মুক্তাগাছা উপজেলা মানুষের কাছে। এছাড়াও চুরি ছিনতাই রোধ, অপরদিকে একাধিক হত্যাকান্ডের রহস্য অল্প সময়ে উদঘাটন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ব্যাপক প্রশংসিত হয়েছেন। ফলে উপজেলা সহ মুক্তাগাছা থানা এলাকায় অপরাধ কমে এসেছে। সার্বিক বিবেচনায় পুলিশ অভিন্ন মানদণ্ডে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন এ স্বীকৃতি শুধু আমার একার নয় মুক্তাগাছা থানার ইন্সপেক্টর তদন্ত চাঁদ মিয়া সহ থানা সকল সদস্যদের জন্য।

About Sak Shadi Masum

Check Also

পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪

নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *