Breaking News

মাদকাসক্ত স্বামী, ভাসুর ও ভাসুরের ছেলেদের অত্যাচারে বাড়িঘর ছাড়া পরিবার

নেপাল ধরঃ ময়মনসিংহ সদরের রশিদপুর ৯ নং ওয়ার্ড চর নিলক্ষীয়া বাসিন্দা মোসাঃ গোলাপজান বেগম জানান, ১/ বিবাদী মোঃ হযরত আলী (৫০) ২/মোঃ মুজিবর মিয়া (৫৫) উভয় পিতা মৃত্যুঃ ওসমান গনি, ৩/মোঃ রাশিদুল ইসলাম (২৫) পিতা হাবিবুর রহমান, ৪/ মোঃ নুরুল আমিন (২০) পিতা মজিবুর মিয়া, সর্বসাং রশিদপুর ৯ নং ওয়ার্ড চরনিলক্ষীয়া ইউপি, থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহ। বিগত ২৮ বছর পূর্বে ১ নং বিবাদী সহিত বাদী গোলাপজান বেগম এর পরিবারের সম্মতিক্রমে ইসলামী শরীয়ত মোতাবেক রেজিঃ কাবিন মূল্যে বিবাহ সম্পন্ন হয় এবং সাংসারিক জীবনে চার সন্তানের জননী ২ জন পুত্র সন্তান মোঃ আব্দুল বারেক (২৫) মোঃ মৌমিনুল ইসলাম (০৯) ও ২ জন কন্যা সন্তান মোছাঃ স্বপ্না আক্তার (২০) মোছাঃ তামান্না আক্তার (১২) জন্মগ্রহণ করেন। ১ নং বিবাদী আমার স্বামী একজন মাদকাসক্ত বিবাহের পর হইতে ২ নং বিবাদী হুকুমে ১ নং বিবাদী প্রায় সময় বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করিয়া আসিতেছে। বিগত ২৮ বছরের সাংসারিক জীবনে ছেলেমেয়েদের মুখের দিকে চেয়ে সবকিছু অত্যাচার সহ্য করে সংসার করে আসছি। গত ১৭ জানুয়ারি বুধবার বেলা ১২ ঘটিকার সময় ১ নং বিবাদী আমার স্বামী মোঃ হযরত আলী আমার বসতঘরে আসিয়া মাদক সেবনের জন্য ১০,০০০/ (দশ হাজার) টাকা দাবি করে। টাকা করলে ১ নং বিবাদী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এ সময় আমি ও আমার সন্তানেরা বাধা দিতে গেলে ২ নং বিবাদী মোঃ মুজিবর মিয়া হুকুমে ৩ ও ৪ নং বিবাদী দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে আমার বসতঘরের টিনের বেড়া এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে। ১ নং বিবাদী আমার স্বামী আমার ঘরে সুকেছে থাকা ড্রয়ারের ভিতর থেকে জোরপূর্বক ৫,০০০/ (পাঁচ হাজার) টাকা নিয়ে যায়। আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাদের উদ্দেশ্য করিয়া হুমকি দিয়ে বলে যে, উক্ত বিষয় নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি করিলে কিংবা কাউকে জানাইলে তোকে সহ তোর সন্তানদের খুন করে ফেলবো। এছাড়াও বিবাদীরা হুমকি দিয়ে বলে যেকোনো সময় অজ্ঞাতনামা লোকজন দিয়া আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধনসহ আমাদের নামে মিথ্যা মামলা দিয়া জেল হাজতের ভাত খাওয়াইবে মর্মে হুমকি প্রদর্শন করেন। এমন অবস্থায় আমি ও আমার পরিবারর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলেরই দৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

About Sak Shadi Masum

Check Also

পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪

নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *