নেপাল ধরঃ ময়মনসিংহে মুক্তাগাছা থানার পুলিশের অভিযানে ২২ বছর পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, মুক্তাগাছা উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। দীর্ঘ ২২ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না ৫টি সি.আর সাজা পরোয়ানাভুক্ত ও ৪টি সি.আর পরোয়ানাসহ মোট ৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামী রজব আলী (৫৫) জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম ফকির, দিক নির্দেশনায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ কৌশলে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত আসামী রজব আলীকে গ্রেফতার করে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, ২৩মে ২০২৩ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ২৪মে ২০২৩ বুধবার সকালে আসামী রজব আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ আরও জানান, এক সময়ে মুক্তাগাছা ও মধুপুরের বহুল আলোচিত চিহ্নিত বনদস্যু ছিলেন রজ্জব আলী। ফরেস্টের লোকজনদের ফাঁকি দিয়ে রাতের আধারে বনের গাছ কেটে সয়লাভ করতেন তিনি। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত ময়মনসিংহ বিভিন্ন মোকাদ্দমায় ১৯৯৯ সালে তাকে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করেন। ১৯৯৯ সালের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …