Breaking News

মুক্তাগাছায় পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত  আসামী ২২ বছর পর গ্রেফতার

নেপাল ধরঃ ময়মনসিংহে মুক্তাগাছা থানার পুলিশের অভিযানে ২২ বছর পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, মুক্তাগাছা উপজেলার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। দীর্ঘ ২২ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না ৫টি সি.আর সাজা পরোয়ানাভুক্ত ও ৪টি সি.আর পরোয়ানাসহ মোট ৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামী রজব আলী (৫৫) জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম ফকির, দিক নির্দেশনায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ কৌশলে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত আসামী রজব আলীকে গ্রেফতার করে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, ২৩মে ২০২৩ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ২৪মে ২০২৩ বুধবার সকালে আসামী রজব আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ আরও জানান, এক সময়ে মুক্তাগাছা ও মধুপুরের বহুল আলোচিত চিহ্নিত বনদস্যু ছিলেন রজ্জব আলী। ফরেস্টের লোকজনদের ফাঁকি দিয়ে রাতের আধারে বনের গাছ কেটে সয়লাভ করতেন তিনি। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত ময়মনসিংহ বিভিন্ন মোকাদ্দমায় ১৯৯৯ সালে তাকে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করেন। ১৯৯৯ সালের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

About Sak Shadi Masum

Check Also

ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *