স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামের এক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে ছিল আসাদ, নাহিদ সহ আরও কয়েকজন, তারা একসঙ্গে বসে চা পান করছিলেন। রাত পৌনে ৯টার দিকে ১৫/২০ জনের একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় তারা উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে আসাদের দুই পা, হাত থেঁতলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ড্রেনের ওপর ফেলে রেখে চলে যায়।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনার সময় আসাদের সঙ্গে থাকা নাহিদ নামের অপর এক যুবক আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহা-সড়কে লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে তার স্বজনরা। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে মুক্তাগাছা শহরের থানার সামনে প্রায় ২ ঘণ্টা বিক্ষোভ করে এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসাদ হত্যার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি-জামায়াত থেকে আসা হাইব্রিডরা আওয়ামী লীগকে ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পী, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. তারেক সহ আওয়ামী লিগের স্থানীয় নেতৃবৃন্দ। পরে এই ঘটনায় মুক্তাগাছা থানা পুলিশ সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন রাজিব, সামিউল ইসলাম খোকন ও শহীদ।