নেপাল ধরঃ ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদ জানান, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা কঠোর নির্দেশে মুক্তাগাছা উপজেলাকে চুরি, ছিনতাই, মাদক, জুয়া ও অপরাধ মুক্ত করতে মুক্তাগাছা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত১৪/৪/২০২৩ এপ্রিল শুক্রবার দুপুর অনুমান ২ ঘটিকার সময় মুক্তাগাছা পৌরসভা বাস স্ট্যান্ড হইতে তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে জনৈক হযরত আলীর অটোরিকশা মুক্তাগাছা থানাধীন কালিবাড়ি যাওয়ার কথা বলে ভাড়া ফুরিয়ে কালিবাড়ির দিকে রওনা হয় । পথিমধ্যে চেরুমন্ডল মার্কাজ মসজিদের সামনে পাকা রাস্তায় পৌছামাত্র ছিনতাইকারীরা তাৎক্ষণিক অটোচালক হযরত আলীর গলায় ও পেটে চাকু ধরে মৃত্যুর ভয় দেখিয়ে আঘাত পূর্বক অটো রিক্সা হইতে ফেলে দেয় এবং অটোরিকশা ছিনতাই করে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। উক্ত ঘটনায় অটোচালকের পিতা মোহাম্মদ কিতাবালি ১৪/৪/২০২৩ তারিখ সন্ধ্যায় থানায় এসে অজ্ঞাত নামা আসামিদের নামে অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে মুক্তাগাছা থানার মামলা নং ১৯ তারিখ ১৪/৪/২০২৩ ইং ধারা ৩৯৪/৫০৬ দঃবিঃ রুজু করা হয়। এস আই শাসত্ব দত্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ২ ঘন্টার মধ্যে তিনজন অটো ছিনতাইকারীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো ১। বিজয় চন্দ্র দাস (২০), পিতা- বিশ্ব চন্দ্র দাস ২। মোঃ আঃ আলিম (২৮), পিতা-মোঃ আব্দুল বাছেদ, ৩। মোঃ নুরুল আমিন(২৪), পিতা- মোঃ আব্দুল বাছেদ, সর্বসাং- বিল সিংলা (পশ্চিম পাড়া), থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত চাকু, যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীগন আন্তঃজেলা অটো ছিনতাইকারী চোর চক্রের সক্রিয় সদস্য। এরা যাত্রী সেজে অটো ভাড়া করে নিয়ে পরবর্তীতে ড্রাইভারকে মারধোর করে অটো ছিনতাই করে অন্যত্র বিক্রয় করে বলিয়া জানা যায়। উল্লেখিত অটো ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রফতার করায় অটো চালক ও অটো মালিকসহ এলাকার মানুষ আনন্দিত এবং পুলিশকে ধন্যবাদ জানায়।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …