নেপাল ধরঃ ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, শনিবার ২৬ আগস্ট জনৈক শফিকুল ইসলাম (৩৫), সাং- চন্ডিমন্ডপ, থানা- মুক্তাগাছা থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করেন যে, বৃহস্পতিবার ২৪ আগস্ট তাহার গোয়াল ঘরে ১টি ষাঁড় গরু, ১টি গাভী ও ১টি বাছুর গরু, যাহার সর্বমোট মূল্য অনুমান=২,১৮,০০০/-(দুই লক্ষা আঠার হাজার) টাকা বাধিয়া রাখিয়া প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। পরের দিন শুক্রবার ২৫ আগস্ট ভোর ৫:০০ ঘটিকার সময় গোয়াল ঘরে যাইয়া দেখেন যে তাহার গরু ৩টি গোয়াল ঘরে নাই। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পাইয়া বাদী থানায় অভিযোগ দায়ের করিলে তৎপ্রেক্ষিতে মুক্তাগাছা থানায় মামলা নং-২৯(৮)২৩ রুজু হয়। অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, জেলার পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) ও অতিরিক্ত পুলিশ সদর সার্কেল ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম ফকির, সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানার একটি চৌকশ টিম গাজীপুর জিএমপি সদর থানা এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাদীর সনাক্ত মতে তাহার চোরাই যাওয়া গরু ৩টি সহ গরু পরিবহন কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। চোরাই গরু উদ্ধার হওয়ায় বাদী সহ এলাকার লোকজন থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানান।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …