স্টাফ রিপোর্টারঃ২৪ঘন্টার মধ্যে আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম এর চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করলো কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জানা গেছে, গতকাল (২৬ জুন ২০২৩) তারিখ সন্ধায় ময়মনসিংহ নগরীর ভাটিকাশর থেকে সাংবাদিক নজরুল ইসলাম এর অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় অটোরিকশা চোর চক্রের সক্রিয় একটি দল।
এ ঘটনায় সাংবাদিক নজরুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করার পর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ সাধারণ ডায়েরিটি আমলে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
এ বিষয়ে ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার এসআই আনিছুর রহমান সহ সংঙ্গীয় অফিসার ফোর্স অটোরিকশা উদ্ধার করতে চারিদিকে খুঁজাখুঁজি শুরু করে। পরে গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়।
এরই মাঝে আজ (২৭ জুন ২০২৩) তারিখ রাতে অটোরিকশাটি ভালুকা উপজেলার ঢাকা টু ময়মনসিংহ সড়কের সিএনজি পাম্পের পাশ থেকে উদ্ধার করতে সক্ষম হয় কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় সাথে ছিলেন অটোরিকশার মালিক সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ।