Breaking News

ময়মনসিংহের গৌরীপুরে ১৫ জন মনোনয়নপত্র জমা দিলেন

মোঃ আব্দুল লতিফঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়পার্টি, এনপিপি, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও নৌকাবঞ্চিত ১৪জন প্রার্থী বৃহস্পতিবার ৩০নভেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়পত্র জমা দিয়েছেন তারা হলেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয়পার্টির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, গোলাপফুল প্রতীকের প্রার্থী ময়মনসিংহ জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মো. নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল ইসলাম লিংকন ও বাংলাদেশ তরীকত ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ভাদুড়ী।

নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ হাসান অনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ড.একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য মোর্শেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের ছোটভাই সাবেক ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন।

About Sak Shadi Masum

Check Also

নেত্রকোনার দূর্গাপুরে উপজেলা নির্বাচনে নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার: দূর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *