ময়মনসিংহে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা “শীর্ষক আলোচনা সভা, সোমবার (১৭ এপ্রিল ২০২৩) তারিখ বিকারে ৫.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এর সম্মেলনকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা “ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজার রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মো:নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহ, মো: মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), মোহাম্মদ রায়হানুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।