নেপাল ধর:ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কালিবাড়ী সাকিনস্থ মহারাজা রোডের উত্তর মাথায় পাকা রাস্তার উপর হইতে ২২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২২.২৫ ঘটিকায় ২৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী ১। শাহ আলম রুমান (৩৫), পিতা- সাইদুল হক ওরফে খোকন, মাতা-রহিমা খাতুন, সাং- পুরোহিত পাড়া (পুরোহিতপাড়া ৩৬/ই রেলওয়ে কলোনী), ২। মোঃ প্রান্ত সরকার (আল আমিন) (২৪), পিতা-হানিফ, মাতা-পারভীন, সাং-গাঙিনারপাড় শিববাড়ী, ৩। মোবারক হোসেন অন্তর (২৮), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মলি ইসলাম, সাং-ইটাখলা রেল ক্রসিং, কাচিঝুলি, ৪ । মোঃ খোরশেদ আলম (২৫), পিতা- মৃত মোসলেম উদ্দিন ওরফে গামা, মাতা-অজুপা খাতুন, সাং-মালগুদাম, ৫। তারিকুল হাসান তারেক (২৯), পিতা- কামাল উদ্দিন , মাতা-শহিদা খাতুন, সাং- দক্ষিণ সেহড়া (২০ সেওড়া, চামড়া গুদাম) , সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা–ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী শাহ আলম রুমান (৩৫) এর বিরুদ্ধে ০৩ টি, মোঃ প্রান্ত সরকার (আল আমিন) (২৪) এর বিরুদ্ধে ০৫টি , মোবারক হোসেন অন্তর (২৮)এর বিরুদ্ধে ০৫টি , মোঃ খোরশেদ আলম (২৫) এর বিরুদ্ধে ০৪টি ও তারিকুল হাসান তারেক (২৯) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে। উদ্ধারকৃত ২৮ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …