নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর কঠোর নির্দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাদক, জুয়া, চুরি, ছিনতাই ও অপরাধীদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী থানাধীন দৌলত মুন্সি রোডের মোছাঃ রুনু বেগম (৫৫), স্বামী-মোঃ মামুন মিয়া @ ঢাকাইয়া মামুন এর অটো রিক্সার গেরেজ হোল্ডিং নং-৭৯/এন ভিতর হইতে ১৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ৭.৩০ ঘটিকায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শিল্পী বেগম (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
অপর অভিযানে, এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ভালুকা থানাধীন কাঠালী সাকিনস্থ ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ এর অফিস সংলগ্ন মোঃ সোহরাব হোসেন (৪২) এর ভ্যারাইটিজ দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ১.৩০ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রবিন (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী ও ভালুকা মডেল থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …