Breaking News

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও এম্বুলেন্স সহ ৬ ডাকাত গ্রেফতার

নেপাল ধরঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ফুলপুর থানাধীন বওলা ইউনিয়নের সুতার পাড়া চৌরাস্তা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ব্যবহৃত এম্বুলেন্স সহ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতা জোরদার করার মাধ্যমে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে (ডিবি) পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি) পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম এর নির্দেশে এসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বওলা ইউনিয়নের সুতার পাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক আঃ জলিলের চা দোকানের সামনে থেকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্সসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, কোতোয়ালী মডেল থানা এলাকার পাড়াইল গ্রামের (সনে মন্ডলের বাড়ী) জিয়াউল ইসলামের ছেলে ডাকাত দলের সদস্য মোঃ জসিম মিয়া (২১), মধ্যবাড়েরা (খাঁ বাড়ি) গ্রামের মোঃ ছাদেক আলী ড্রাইভারের ছেলে ডাকাত দলের সদস্য মোঃ স্বাধীন মিয়া (১৯), মাসকান্দা স্টাফ কোয়ার্টারের (১২৫ দিগারকান্দা নামা পাড়া) হান্নান মন্ডল এর ছেলে ডাকাত দলের সদস্য প্রিন্স অনিক মন্ডল (১৯), একই এলাকার মৃত কাশেম আলীর ছেলে ডাকাত দলের সদস্য ফজলে রাব্বী (২১), চরপাড়া (পুরাতন পপুলার এর পেছনে) এলাকার আবুল কালামের ছেলে ডাকাত দলের সদস্য মোঃ আবু নাঈম (১৯) উভয় থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ ও ফুলবাড়িয়া থানা এলাকার কালনাজানী (কালাদহ বাজার) গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম এর ছেলে ডাকাত দলের সদস্য মোঃ জাহিদ হাসান (১৯) শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম পিপিএম সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি সংগঠিত করে আসছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। উদ্ধার হওয়া ৩টি দেশীয় অস্ত্র ও ১টি এ্যাম্বুলেন্স বিষয়ে গ্রেফতারকৃত ৬ জনকে আসামী করে ফুলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

About Sak Shadi Masum

Check Also

রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ কে আসামী করে মামলা

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহো সাবেক এমপি রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ কে আসামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *