স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা সহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই আলা উদ্দিনের নেতৃত্বে একটি টীম অভিযান চুরখাই জামতলী মোড় থেকে মাদক ব্যবসায়ী মোঃ খলিল মিয়া (৩২), পিতা-মোঃ আকাব্বর আলীকে দুই কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। এসআই শাহজালালের নেতৃত্বে একটি টীম আকুয়া সাত ঘড়িয়া পাড়া থেকে মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে ৬ গ্রাম হেরোইন সহ, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম উজান ঘাগড়া কসাই বাড়ী থেকে মাদক ব্যবসায়ী মজনু মিয়াকে ২০ পিচ ইয়াবাসহ, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম মালগুদাম এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী রফিকুল ওরফে রবিকুল ইসলাম চুমা, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম আকয়া ওয়ারলেস আরজু মিয়ার অটো গ্যারেজে থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সুলতান মিয়া, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আরিফ মিয়া, নবাব আলী ও সাজু মিয়া, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী আব্বাস আলী, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস মোড় থেকে মামলার আসামী মোঃ শরীফ উদ্দিন, জাহিদ হাসান ও আনিস মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই তাইজুল ইসলাম অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাসকান্দার রিনা আক্তারকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।