নেপাল ধরঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অসামাজিক কাজে লিপ্ত ও সাজাপ্রাপ্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা (পিপিএম) এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ অসামাজিক লিপ্ত থাকা, মাদক, জুয়া, চুরি ছিনতাই, ডাকাতি ও অপরাধীদের প্রতিরোধে কোতোয়ালী মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে ১নং ফাঁড়ির পুলিশ পরিদর্শক রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার পলাতক আসামী হানিফ মিয়া, এসআই মোঃ আল মামুনের নেতৃত্বে একটি টীম আকুয়া কান্দপাড়া থেকে চুরি মামলার আসামী মোঃ সাব্বির চোরাই পুরাতন ব্যাটারী চালিত অটোবাইকসহ গ্রেফতার করে। ২নং পুলিশ ফাঁড়ির এএসআই ভোলানাথ সাহার নেতৃত্বে একটি টীম আঠারবাড়ি বিল্ডিং ডিএন চক্রবর্তী রোড এলাকার নারায়ন বসাকের ভাড়া বাসা থেকে অসামাজিক ও জনবিরক্তিকর কার্যকলাপের কারনে ভাড়াটিয়া প্রদীপ পালের স্ত্রী আসামী সবিতা পাল, মোঃ কাদির মিয়া, রহমত, ও সাথী আক্তারকে গ্রেফতার করা হয়। এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ এলাকা থেকে ডাকাতি চেষ্টা মামলার আসামী রাহুল, বিষু গোলাপ ওরফে শান্তকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে। এসআই সাইদুর রহমান, ২নং পুলিশ ফাঁড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম এলাকা থেকে ডাকাতি চেষ্টা মামলার আসামী হেলাল উদ্দিন, এসআই মোঃ রুবেল মিয়া বড়বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আসামী গোবিন্দ বিন, এসআই মোঃ তানভীর আহমেদ ছিদ্দীকীর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামী মাহবুব আলম মামুন, এএসআই ভোলানাথ সাহা, এএসআই কাজল মিয়ার নেতৃত্বে একটি টীম সানদিয়া এলাকা থেকে পাচ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ আলা উদ্দিন, মোঃ ফজলুল হক, মোঃ রবিকুল, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ রায়হান। এসআই কামরুল ইসলাম এবং এএসআই মোঃ সোহেল রানার নেতৃত্বে একটি টীম সিটি কর্পোরেশন এলাকা থেকে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী রুবেল, শাওন ও আব্দুল হককে গ্রেফতার করে। এছাড়া এসআই এসএম নুর মোহাম্মদ সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, আকুয়া ওয়ারলেস গেইট এলাকার মোঃ আনিছ ও মোঃ রুবেল মিয়া। তাদেরকে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Check Also
মুক্তিপণ দাবি চার মাস পর কঙ্কাল উদ্ধার করলো গাজীপুর থানা পুলিশ…
স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে প্রতিবেশী রেক্সি বাবু রোজারিওকে (৪৩) হত্যা করেন …