স্টাফ রিপোর্ট: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মনিরুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ সদর থানার মামলা নং- ৬২, তারিখ-২০/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোনী ২০১৯ এর ৪/৫ থানায় রুজুর ০৩ ঘন্টার মধ্যে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ময়লাকান্দা নামক স্থান হইতে ছিনতাইকারী ১। আলা উদ্দিন(২০), পিতা-আইনাল হক, মাতা-মোছাঃ পারুল, গ্রাম-কাঠ বউলা, থানা-মুক্তাগাছা, এ/পি- কাশর, ২। অভি(২১), পিতা-মৃত আলি আজম লিটন, মাতা-হোসনারা বেগম, গ্রাম- কাশর (বউবাজার) ৩। মোঃ মিজু(২২), পিতা-মমিন ফকির, মাতা-স্বপ্না খাতুন , গ্রাম- কাশর (বউবাজার) সর্ব থানা- কোতোয়ালী, জেলা –ময়মনসিংহদের গ্রেফতার করতঃ আসামীদের হেফাজত হইতে অত্র মামলার ছিনতাইকৃত একটি ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়।
Check Also
পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সহ আটক ৪
নেপাল ধরঃ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও …