স্টাফ রিপোর্ট: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মনিরুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ময়মনসিংহ সদর থানার মামলা নং- ৬২, তারিখ-২০/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোনী ২০১৯ এর ৪/৫ থানায় রুজুর ০৩ ঘন্টার মধ্যে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ময়লাকান্দা নামক স্থান হইতে ছিনতাইকারী ১। আলা উদ্দিন(২০), পিতা-আইনাল হক, মাতা-মোছাঃ পারুল, গ্রাম-কাঠ বউলা, থানা-মুক্তাগাছা, এ/পি- কাশর, ২। অভি(২১), পিতা-মৃত আলি আজম লিটন, মাতা-হোসনারা বেগম, গ্রাম- কাশর (বউবাজার) ৩। মোঃ মিজু(২২), পিতা-মমিন ফকির, মাতা-স্বপ্না খাতুন , গ্রাম- কাশর (বউবাজার) সর্ব থানা- কোতোয়ালী, জেলা –ময়মনসিংহদের গ্রেফতার করতঃ আসামীদের হেফাজত হইতে অত্র মামলার ছিনতাইকৃত একটি ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ী উদ্ধার করা হয়।
Check Also
ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …