নেপাল ধরঃ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী থানা পুলিশ। এরই অংশ হিসেবেকোতোয়ালী মডেল থানার এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম রশিদপুর এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ কুদ্দুসকে গ্রেফতার করে। এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম আলালপুর এলাকা থেকে বিষ্ফোরক মামলার আসামী মোঃ আবু তাহের ওরফে শান্ত, এসআই সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে একটি টীম পাটগুদাম র্যালীর মোড় এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী অজয় চন্দ্র দেবনাথ ও রুবেল ওরফে সজল, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম সিটিকর্পোরেশন এলাকায় জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী মঞ্জু, সাইফুল ইসলাম, আবু সাঈদ, রানা, বিশাল ও রুবেল মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই শামসুজ্জামান, আজগর আলী, এএসআই, মাসুম রানা, রেজউল করিম পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মোয়াজ্জম মিয়া, মোঃ চঞ্চল মিয়া, মোছাঃ পপি ও শুভ। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
