স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের জন্য ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতকদের গ্রেফতার করে চলমান মামলার কার্যক্রম অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়
এর মাঝে এসআই শামছুজ্জামানের নেতৃত্বে একটি টীম নতুন বাজার এলাকা হইতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ হানিফ উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী হাবিবুর রহমান, এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি টীম আকুয়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ সুজন আহম্মেদ, খোরশেদকে গ্রেফতার করে
এছাড়া এসআই মোঃ তাইজুল ইসলাম, আনোয়ার হোসেন, এএসআই সোহরাব হোসেন, সুজন চন্দ্র সাহা, মোঃ আল আমিন, মোঃ ছামিউল হক, ফরহাদ উদ্দিন, মাসুম রানা, মাহমুদুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে ২জন সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ ৯ পলাতক আসামিকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, রাসেল আহম্মেদ ও মোঃ নাদিরুল হক। পরোয়ানা ভুক্তরা হলো, মোঃ আনোয়ার হোসেন, শাকিল, সোহেল ওরফে পাতলা সোহেল, অন্তর, সানি, মোঃ সোহেল ওরফে ধনিয়া ও
মোঃ সোহেল। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।