স্টাফ রিপোর্টার: ময়মনসিংহো সাবেক এমপি রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ কে আসামী করে আদালতে মামলা।
১১/৯/২০২৪ ইং তারিখ মোঃখালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে রওশন এরশাদ ও সাবেক জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ কে আসামী করে ময়মনসিংহ ১নং আমলী আদালতে মামলা করেন। মামলায় বলা হয় বাংলাদেশ ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনে অংশ গ্রহণ করিয়া নির্বাচনে প্রদ্বিন্দ্বতা করার জন্য বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) এর যোগ্য প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করিয়া বিগত ইং ০৫/১২/২০১৩ তারিখ রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন ও জেলা প্রশাসক,ময়মনসিংহ এর কার্যালয় বাদীর দাখিলী মনোনয়ন প্রার্থী যাচাই বাচাই পূর্বক বৈধ ঘোষনা করায় বিগত ১৩/১২/২০১৩ তারিখ মনোনয়ন পত্রটি বৈধ বলিয়া ঘোষনা করে। পরে বিগত ইং ১৪/১২/২০২৩ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার দলীয় প্রতিক “কুড়ে ঘর” নির্ধারণ করে ।ঐদিন দিবাগত রাত অনুমান ০৭:৩০ ঘটিকার সময় বাদীকে তাহার ময়মনসিংহ শহরের নিজস্ব বাসা হইতে অজ্ঞাতনামা সাদা পোষাকের ১০/১২ জন লোক ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভয়ভীতি প্রদর্শন করিয়া রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসিয়া ১ নং আসামীর প্ররোচনায় ও ২ নং আসামীর প্রত্যক্ষ সহযোগীতায় ও তত্ত্বাবধানে ২ নং আসামীর ময়মনসিংহ শহরস্থ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এর কার্যালয়ে বেআইনীভাবে আটক রাখিয়া মৃত্যুর ভয় প্রদর্শন পূর্বক মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য স্বাক্ষর নিয়া ও উক্ত স্বাক্ষর ব্যবহার করিয়া বাদীর বৈধ মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়া বাদীর অপূরনীয় ক্ষতি করিয়াছে। বিধায় ন্যায় বিচারের আশায় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আদালতে মোকদ্দমা দায়ের করিতে বিলম্ব হইল বলে জানান বাদী। আসামীগনের বিরুদ্ধে ৩৪১/৩৮৭/ ৩৪ দঃ বিঃ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সুবিচার চাহিয়া মামলা করা হয়। বাদীর পক্ষে আইনজীবী হলেন রিয়াদ মোঃ সাঈদ, মোঃ কামরুল হাসান কিরণ,এবং মোঃ বিল্লাল হোসেন।