Breaking News

শ্রীবরদীতে নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর মতবিনিময় অনুষ্ঠিত হয়

নেপাল ধরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম (পিপিএম-সেবা) বৃহস্পতিবার ১৭ আগস্ট সকাল ১১:৩০ টায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোনালিসা বেগম। অন্যান্যের মধ্যে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহীদুল্লাহ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহেল ছালেহ, কালিলাকুড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ তালুকদার, জাতীয় শ্রমিক লীগ শ্রীবরদী উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক এসডি সোহেল রানা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ। অনুষ্ঠান শেষে থানা চত্বর পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার। পরিদর্শন শেষে থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং’র মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। এছাড়াও থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষে থেকে নবাগত পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করা হয়।

About Sak Shadi Masum

Check Also

ময়মনসিংহে বৈষম্যের শিকার সাংবাদিক আন্দোলনের মুখে প্রেসক্লাব সংস্কারের আশ্বাস প্রশাসনের

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৈষম্যের শিকার ময়মনসিংহের পেশাদার সাংবাদিকরা অবশেষে তাদের দাবি আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *