Breaking News

সরকারি দ্বায়িত্ব পালন কালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহছানুরল হক নামে একজন কনস্টেবল নিহত 

স্টাফ রিপোর্টারঃ  জামালপুর রবিবার (০৩ ডিসেম্বর ) ভোর ০৪.০০ টার সময় জামালপুর সদর থানাধীন পাঁচ রাস্তা মোড় রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কাই জামালপুর থানায় কর্মরত চার পুলিশ সদস্য সরকারি দ্বায়িত্ব পালন কালে পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হন। তাদের বহনকারী পুলিশ পিক আপ এর সাথে ট্রেনের সংঘর্ষ ঘটলে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কনস্টেবল/৪৮৬ মোঃ আহছানুল হক (৩৩) , গ্রামঃ রাজনগর ডাকঘরঃ চৈতা, থানাঃ কমলাকান্দা , জেলাঃ নেত্রকোনা কে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বাকী সদস্য চিকিৎসাধীন আছেন।
পুলিশ সুপারের শোকঃ জেলা পুলিশ, জামালপুরের এক পুলিশ সদস্যের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে তার জানাজায় পুলিশ সুপার, জামালপুর, জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের শোক প্রকাশ করেন এবং মৃত্যু আহছানুল হকের রুহের মাগফেরাত কামনা করেন। পুলিশ লাইন্স জামালপুরে নিহতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জেলা পুলিশ, জামালপুরের একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমদের ফিউনারেল গার্ড প্রদান করেন। পরে পুলিশ সুপার মহোদয়, মরহুমদের পরিবারবর্গের সাথে কথা বলেন সমবেদনা জ্ঞাপন করেন ও শোকবার্তা প্রদান করেন। জেলা পুলিশের পক্ষ থেকে দাফন- কাফনের জন্য নগদ টাকা প্রদান করেন। পরে পুলিশ সুপার মহোদয় মরহুমের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।

About Sak Shadi Masum

Check Also

মায়ের হাতে শিশু খুন 

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬ নং ওয়ার্ডে মা কেয়া চক্রবর্তী (৪০) তার মেয়ে কৃত্তিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *